বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেন, পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় দায়িত্ব পালনের ক্ষেত্রে দৈহিক ও মানসিক সুস্থতা অত্যন্ত প্রয়োজন। এ জন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয়।
তিনি রবিবার বিকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে এপিবিএন এর অধীন ইউনিট সমূহের সম্মিলিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আইজিপি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম মানসিক অবসাদ ও ক্লান্তিদূর করার পাশাপাশি মানুষকে অসৎসঙ্গ ও নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে। দেশের তরুণ সমাজের মাঝে ক্রীড়া ক্ষেত্রে জাগরণ সৃষ্টি এবং সাংস্কৃতিক কর্মকান্ড ছড়িয়ে দিতে পারলে তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকবে।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে পুলিশের অনেক সাফল্য রয়েছে। তিনি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বাংলাদেশ পুলিশের সাফল্য অজর্নের জন্য নিয়মিত অনুশীলন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রতিযোগিতায় এপিবিএন’র নিয়ন্ত্রণাধীন ইউনিট সমূহের খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন। ক্রীড়াপ্রতিযোগিতায় দৌড়, লংজাম্প, হাইজাম্প, গোলকনিক্ষেপ, বর্ষানিক্ষেপ, বালিশযুদ্ধ, বেলুন ফোটানো, পিলোপাসিং, স্কিপিং, যেমন খুশী তেমন সাজো, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য হাঁটা প্রতিযোগিতা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে এপিবিএন’র অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।