চেলসিকে হারিয়ে এফএ কাপের ট্রফি জয় করল আর্সেনাল। যা প্রতিযোগিতার ১৪তম শিরোপা গানারদের, এবং সর্বোচ্চের রেকর্ড। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ১২বার।
শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। পিয়েরে-এমেরিক অবামেয়াং জোড়া গোল করেছেন। চেলসির গোলটি ক্রিস্টিয়ান পুলিসিচের।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল চেলসি। জিরুদের ক্রসে বল পেয়ে জালে জড়ান পুলিসিচ। ওই একবারই! শুরুর ঝলক আর ধরে রাখতে পারেনি ব্লুজরা।
আধাঘণ্টা পেরোনোর আগেই সমতা ফেরায় আর্সেনাল। ২৮ মিনিটে স্পটকিকে স্বস্তি আনেন অবামেয়াং। তাকেই ফাউল করেছিলেন চেলসির অ্যাসপিলিকুয়েতা।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৭ মিনিটে লিড নেয় আর্সেনাল। পেপের বানিয়ে দেয়া বলে আবারও জাল খুঁজে নেন অবামেয়াং।
সেই গোল আর শোধ তো দিতেই পারেনি, উল্টো ৭৩ মিনিটে মাতেও কোভাসিচ লাল কার্ডে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় ১০ জনের চেলসি। চাপ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আর্সেনালও কোনো সুযোগ দেয়নি বাকি সময়ে।