এফএ কাপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ঘরের মাঠে ব্রিজটন এন্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। এর আগে সোয়ানসিকে হারিয়ে টটেনহাম সেমির টিকেট নিশ্চিত করে।
এদিন ম্যাচের প্রথমার্ধের ৩৭ মিনিটে মাতিকের দারণ ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান লুকাকু। পরে ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট পূর্বে আশলে ইয়ংয়ের ক্রস থেকে গোল করেন মাতিক। প্রসঙ্গত, এখন পর্যন্ত এফএ কাপে গোল হজম করেনি রেড ডেভিলসরা।
উল্লেখ্য, ২০১৬ সালে এফএ কাপ সবশেষ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই মৌসুম পর আবারও শিরোপা জয়ের মিশনে মরিনহোর শিষ্যরা।