আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা-২০২০। এবারও দুই পক্ষের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব মাওলানা জুবায়ের পন্থীদের এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে মাওলানা সাদ পন্থীদের। সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উভয়পক্ষের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে এই তারিখ চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদেরকে বলেন, দুই পক্ষের নেতৃবৃন্দর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয়পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব ও ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে পবরর্তী আবার বৈঠক করা হবে।
তাবলিগ জামাত সূত্র জানায়, ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মানুষের যানজট দুর্ভোগ কাটাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করা। পরবর্তীতে তাবলিগ জামায়াতের পক্ষের বিরোধের কারণে আলাদাভাবে দুইপক্ষের ইজতেমা অনুষ্ঠিত হয়।