রাশিয়া বিপশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অসামান্য। মর্যাদার ফাইনালেও গোলের দেখা পেয়েছিলেন তরুণ ও তারকা। বিশ্বকাপের পর এবার অলিম্পিকেও দেশের হয়ে স্বর্ণ জিততে চাইছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এ তারকা।
দেশের হয়ে এর আগে অলিম্পিকে স্বর্ণ জিতেছেনে পিএসজিতে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমারও মারকুইনহোস। এবার স্বপ্নের বিশ্বকাপের পর অলিম্পিকেও স্বর্ণ জিতে ক্লাব সতীর্থদের কাতারে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এমবাপে।
ফ্রান্সের হয়ে অলিম্পিক ছাড়াও নিজের স্বপ্ন নিয়ে এমবাপে বলেন, ‘এখনও অনেক কিছু করার বাকি আছে আমার। আমি সবকিছু অর্জন করতে চাই। ফ্রান্সের হয়ে আমার এখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার আছে। অলিম্পিকেও প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কেন নয়। তারপর পিএসজির হয়ে জিততে চাই চ্যাম্পিয়নস লিগ।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাশিয়া বিশ্বকাপে সেরা উদিয়মান ফুটবলার হয়েছিলেন এমবাপে। ক্লাবও দেশের হয়ে এমন পারফরম্যান্সের ফলে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জনের মধ্যে আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। তবে এমবাপে ব্যালন ডি’অর নিয়ে কিছু না বললেও ক্যারিয়ার অনেকদূর যাওয়ার কথা বলেছেন ১৯ বছর বয়সি এ তারকা।