ওয়েলিংটনে দ্বিতীয় এবং শেষ টেস্টেও ইনিংস পরাজয়ের শঙ্কা চেপে বসেছে ওয়েস্ট ইন্ডিজের। এজন্য তাদের দরকার আরো ৮৫ রান, হাতে আছে তাদের মাত্র ৪ উইকেট।
গতকালে করা ১ম ইনিংসে ৮ উইকেটে ১২৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ক্যারিবিয়ানরা। বেশিদুর এগোতে পারেনি তাদের ইনিংস। ১৩১ রানেই শেষ হয় তাদের ১ম ইনিংসে।
ফলোওনে পরে ২য় ইনিংসেও ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে ক্যারিবীয়ানরা। তবে তারা দিন শেষ করে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রানে। আজও নিউজিল্যান্ডের দুই পেসার কাইল ও সাউদি তুলে নেন ৫ উইকেট।
এর আগে হেনরি নিকোলসের ১৭৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ করে ৪৬০ রান।