ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন গুলিণ করে ভূপাতিত করেছে। গাজা উপত্যকায় ইসরাইল বিমান হামলা চালানোর একদিন পর এ ঘটনা ঘটলো।
ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, হামাস যোদ্ধারা ইসরাইলি ড্রোন প্রতিহত করে এবং চতুর্ভূজ আকৃতির এই ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।
ইসরাইলের সামরিক বাহিনী তাদের ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে তদন্ত চলছে। তবে কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, ইজরাইলের ড্রোনটি হামাস যোদ্ধারা অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয় এবং তা এখন হামাস যোদ্ধাদের হাতে রয়েছে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় ইসরাইল দুটি ড্রোন হারালো।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গতকাল (সোমবার) একটি ড্রোন ভূপাতিত করে। হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে যখন প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন এ ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে। এছাড়া হামাসের সাথে ইহুদিবাদী ইসরাইলেরও ব্যাপক গোলাগুলি হয়েছে। খবর পার্স টুডে।