২০১৬-১৭ মৌসুমে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে নিয়মিত ছিলেন না ওয়েইন রুনি। শুরুর একাদশে ছিলেন মাত্র ১৫ ম্যাচে। এমন কি ইংল্যান্ডের ক্লাবটি তাকে ছেড়ে দেবে বলেও খবর বেরিয়েছে। এরই মধ্যে নতুন দুঃসংবাদ শুনলেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এরপর ১৩ জুন ফ্রান্সের বিপক্ষে খেলবে একটি প্রীতি ম্যাচ।
ওই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট। সেখানে রাখা হয়নি ওয়েইন রুনিকে। গত মার্চে লিথুয়ানিয়াও জার্মানির বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। তখনও দলে ছিলেন না রুনি। অবশ্য তখন ইনজুরিতে থাকায় তিনি খেলতে পারেননি।
কিন্তু এরপর সুস্থ হয়ে ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৫৩ গোলের মালিককে এবার জাতীয় দল থেকে বাদ দেয়া হলো।