ডিএমপি নিউজঃ আজ পুলিশ সপ্তাহের তৃতীয় দিন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আজ অনুষ্ঠিত হল বার্ষিক পুলিশ কুচকাওয়াজ প্রতিযোগিতা ও আইজিপি ব্যাজ পরিধান অনুষ্ঠান। শীল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশ সপ্তাহ প্যারেডে প্রথম হয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
যৌথ মেট্রোপলিটন পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ শীল্ড প্যারেডে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। অন্যদিকে পুলিশ সপ্তাহ প্যারেডে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যৌথ মেট্রোপলিটন্ পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বিজয়ী ইউনিটকে ট্রফি ও শীল্ড প্রদান করেন আইজিপি।
মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ৬ টি ক্যাটাগরিতে পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটের ২০১৭ সালের সাফল্য বিবেচনা করে প্রত্যেক ক্যাটাগরিতে ৩ জনকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ইউনিট কমান্ডারদের সম্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রধান করেন আইজিপি।
আইজিপি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এবারের পুলিশ সপ্তাহ প্যারেড অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীসহ আমন্ত্রীত অতিথিরা সবাই প্যারেড দেখে ভূয়সী প্রশংসা করেছেন। শীল্ড প্যারেড বাংলাদেশ পুলিশের ঐতিহ্য। আজ ঐতিহ্যবাহী এই শীল্ড প্যারেড অনুষ্ঠিত হয়েছে। য়ারা বিজয়ী হয়েছ তাদেরকে অভিনন্দন। পুলিশ সপ্তাহের প্যারেডসহ অন্যান্য কাজ সফলভাবে করায় যে যেখান থেকে যতটুকু অবদান রেখেছে এজন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ভালো প্যারেড ও সেবা দিয়ে পুলিশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেকোন পরিস্থিতিতে পুলিশ সামনের দিকে এগিয়ে যাবে। ২০০৯ সাল থেকে আমি এই পুলিশ সপ্তাহের সাথে সরাসরি জড়িত ছিলাম। আগের থেকে বর্তমান পুলিশ সপ্তাহের সাজসজ্জা ও প্যারেডের মান অনেক উন্নত হয়েছে। এজন্য সকলকে ধন্যবাদ।
এর আগে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করে ২০১৭ সালে যাঁরা বিশেষ অবদান রেখেছেন ২০১৮ সালের পুলিশ সপ্তাহে তাঁদেরকে IGP’s Exemplary Good Services Badge বা ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পড়িয়ে দেন আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
ভালো কাজের মানদন্ড বিবেচনা করে এবার পুলিশ সপ্তাহে মোট ৬ টি ক্যাটাগরিতে ৩২৯ জন পুলিশ সদস্যকে আজ ১০ জানুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ পড়িয়ে দেন আইজিপি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় পুলিশ বাহিনীর সদস্যদের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ প্রতিবছর আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করেন।