বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বই লেখার তালিকায় এবার যুক্ত হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। কেরিয়ারে নিজের চরাই-উৎরাই নিয়ে বই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
২০০৩ সালে ‘বুম’ ছবিটি দিয়েই বলিউডে নিজের নাম লেখান ক্যাটরিনা। প্রথম ছবি মুক্তি পাওয়া মাত্রই নিজের অভিনয় নিয়ে হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সমালোচকদের সেই সব প্রশ্নকে বুড়ো আঙুল দেখিয়েই ১৫ বছরের লম্বা বলিউড কেরিয়ারের সাক্ষী হতে চললেন ক্যাট।
পুরোপুরি আনকোড়া একটা ইন্ডাস্ট্রিতে কী করে এত বছর কাটিয়ে ফেললেন ক্যাটরিনা?
সংবাদ সংস্থা পিটিআইকে এরই উত্তরে ক্যাটরিনা বলেন, “উত্তরটা আপাতত জমিয়ে রাখছি। বলিউড সম্পর্কে আমি নিজেই নিজেকে শিক্ষা দিয়েছি। কিন্তু এখন মনে হয় এই জার্নিটা নিয়ে একটা বই লিখে ফেললেই ভাল হয়। আর তাই উত্তর নষ্ট করতে চাই না। সত্যি করেই একটা বই এবার লেখা উচিত।”