এবার বাংলাদেশি ছবিতে আসছেন ‘হিরোইন’, ‘কমান্ডো’র অভিনেত্রী পূজা চোপড়া। সি বি জামানের ‘এডভোকেট সুরাজ’ চলচ্চিত্রে শামস হাসান কাদিরের বিপরীতে অভিনয় করবেন পূজা। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আইয়ারি’।
উল্লেখযোগ্য, দীর্ঘ ৩০ বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন সি বি জামান। তিনি ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’, ‘শুভরাত্রি’, ‘হাসি’, ‘লাল গোলাপ’-এর মতো ছবি পরিচালনা করেন। সর্বশেষ ১৯৯০ সালে তিনি নির্মাণ করেন ‘কুসুমকলি’।
তিনি বলেন, “গল্পের প্রয়োজনেই পূজাকে নেওয়া। ‘কমান্ডো’র মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। আশা করছি, পূজা বলিউডের মতো বাংলাতেও ভালো করবেন।”
অভিনেত্রী পূজা বাংলাদেশের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। জানিয়েছেন, ‘সবার জন্য সুখবর দিচ্ছি। আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। দেখা হচ্ছে শিগগির।’