এ বছর ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি তারিখে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর কক্ষে যান মাওলানা জুবায়েরুল হাসান, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফ ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম।
বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দুই পর্বের ইজতেমা হবে না বলেও এক প্রশ্নের জবাবে তিনি বলেন।
এক পর্বে ইজতেমা অনেক ভিড় হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু সামাল দিবেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব উপস্থিত ছিলেন।
কয়েক লাখ লোকের জমায়েতের কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত হয়ে যায়।
উপমহাদেশে সুন্নী মতাবলম্বীদের সবচেয়ে বড় সংঘ তাবলিগ জামাতের মূলকেন্দ্র ভারতের দিল্লিতে। মাওলানা সাদের দাদা ভারতের ইসলামি পণ্ডিত ইলিয়াছ কান্ধলভি ১৯২০ এর দশকে তাবলিগ জামাত নামের এই সংস্কারবাদী আন্দোলনের সূচনা করেন।