ফের ব্রিটিশ রাজধানীর রাজপথে উন্মত্ত গাড়ি চালক পিষে দিল যাত্রীদের৷ ঘটনায় জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে লন্ডনে৷ ধারণা করা হচ্ছে, পথচারীদের চাপা দেওয়ার যে পদ্ধতি নিয়েছে জঙ্গিরা সেইরকমই ঘটনা৷ গ্রেফতার করা হয়েছে ওই গাড়ির চালককে৷
ঘটনাস্থল লন্ডনের ন্যাশনাল হিস্টরি মিউজিয়ামের সামনের রাজপথ৷ এখানেই গাড়ি চাপা দিয়ে বেশ কয়েকজনকে পথচারীকে জখম করা হয়েছে৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ৷
এর আগেও গাড়ি চালিয়ে পথচারীদের মৃত্যুর ঘটনায় রক্তাক্ত হয়েছে ইউরোপ৷ কখনো ফ্রান্স, কখনো স্পেনের বার্সেলোনাতে হামলায় হয়েছে৷ লন্ডনেও গাড়ি চালিয়ে পার্লামেন্টে হামলা চেষ্টা করা হয়েছিল৷ শনিবারের ঘটনা কি তেমই কিছু ? উঠছে প্রশ্ন৷ তদন্তে নেমেছে লন্ডন পুলিশ৷