এ বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কাজ শেষ করতে না পারায় ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে সামনের বছর জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, ‘থালাইভা’ রজনীকান্তের ফ্যানেদের মন এ খবরে ভেঙে যাওয়ারই কথা। কিন্তু ‘টু পয়েন্ট জিরো’র পোস্টারে ইনি কে? চিনতে পারছেন?
ছবিতে রজনীকান্তকে আবারও ‘চিট্টি’, অর্থাৎ প্রেমিক রোবটের চরিত্রে দেখা যাবে। পাশাপাশি চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। কিন্তু তা বলে এমন চেহারা! পোস্টারের এই চেহারাটি কিন্তু বলিউডের খিলাড়িরই। চিনতে কষ্ট হলেও, এটাই সত্যি।
ছবিতে শয়তান বিজ্ঞানী ‘ডক্টর রিচার্ড’-এর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। টুইটারে ‘টু পয়েন্ট জিরো’ মেকিংয়ে দেখা গিয়েছে অক্ষয়ের এই ভয়াবহ চেহারার মেকিংও। ছবিটি পরিচালনা করেছেন শঙ্কর শনমুঘম।
রজনী ফ্যানেরা কিন্তু অক্ষয়কেও স্ক্রিনে এমন লুকে দেখার জন্য মরিয়া। আক্কি জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে অক্ষয় এমন কিছু করেছেন, যা তিনি কেরিয়ারের ২৫ বছরেও করেননি।