যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গুগলের প্রধান কার্যালয়ে গেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও পরামর্শ করেন তিনি।
সিলিকন ভ্যালিতে গিয়ে গুগলের প্রতিষ্ঠাতার সঙ্গে আলাপ করেন সালমান। এছাড়া গুগলের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
সৌদি আরবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সেসবের উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন তারা। এমনকি তা নিয়ে গবেষণা এবং সৌদি আরবের তরুণদের প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে গুগল। শুক্রবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।