এমবাপ্পের জোড়া গোলে লিসকে ৩-১ গোলে উড়িয়ে চলতি লিগে প্রথম জয় পেল পিএসজি। লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি পিএসজি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। অবশেষে তৃতীয় ম্যাচে এসে অপেক্ষাকৃত দুর্বল লিসকে পেয়ে আগের দুই ম্যাচের শোধ তুললো ফ্রেঞ্চ জায়ান্টরা। এর আগে লরিয়েন্টের বিপক্ষে গোলশূন্য আর টলোউসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা।
ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের জাল লক্ষ্য করে ১৭টি আক্রমণ চালায় দ্য পার্সিয়ানসরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লিসকে চেপে ধরলেও গোলের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৪তম মিনিট পর্যন্ত। মার্কো আলোসনসোর গোলে ডেডলক ভেঙে লিড নেয় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের এসিস্টে দলকে এগিয়ে দেন তিনি।
এরপর ৯০ মিনিটের লিসের জালে তৃতীয় বারের মতো আছড়ে পড়ে পিএসজির বল। ফ্যাবিয়ান রুইজের পাসে ব্যবধান ৩-০ তে নিয়ে যান এমবাপ্পে।
যোগ করা অতিরিক্ত সময়ে স্বান্ত্বনার পুরস্কার পায় লিস। আর তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।