২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষা উপলক্ষে সড়কে গাড়ির আধিক্য হবে বিধায় সংশ্লিষ্ট সড়কসমূহ জনসাধারণ কর্তৃক যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ঢাকা মহানগর এলাকার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭/০১/২০২৫খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ০১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যুতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলী রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কসমূহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে বিধায় উক্ত সড়কসমূহ জনসাধারণ কর্তৃক যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।