ডিএমপি নিউজ: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আজ শুক্রবার (১০ মার্চ ২০২৩ খ্রি.) রাজধানীর তেজগাঁও কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রসহ আশেপাশের ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক-তেজগাঁও জোন ও ট্রাফিক-শেরেবাংলা জোনের অনন্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আগত ১৪ হাজার এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ও ২০ হাজার অভিভাবকসহ দুটি কেন্দ্রে আনুমানিক ৩৫ হাজার লোকের সমাগম হয়। ট্রাফিক-তেজগাঁও বিভাগের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ট্রাফিক-তেজগাঁও বিভাগ টেকসই যানবাহন ও পার্কিং ব্যবস্থাপনা করেছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলম বলেন, ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিশেষ সেবামূলক উদ্যোগ হিসেবে ৩টি ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপনসহ আগত এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে প্রায় ৪৫০০ বোতল সুপেয় পানি সরবরাহ করা হয়।
ট্রাফিক-তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যগণ এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে পুরুষ ও নারী সার্জেন্টগণ এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীদের মোটরসাইকেলযোগে পরীক্ষার হলে পৌঁছে দেন। পাশাপাশি, অভিভাবকদের মাঝে পানি সরবরাহ করেন।
এছাড়াও ট্রাফিক-তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশিষ কুমার দাস ও ট্রাফিক-শেরেবাংলানগর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ তারেক সেকান্দর এর উদ্যোগে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে হারিয়ে যাওয়া উদ্ধার শিশুদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন। আগত এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীর পরীক্ষা শেষে তাদের অভিভাবকগণের সাথে যোগাযোগের জন্য হেলার ও মোবাইল ফোন ব্যবহারেরও সুযোগ করে দেন।
ট্রাফিক-তেজগাঁও বিভাগের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত সাইনবোর্ড ব্যবহার করা হয় যাতে সহজেই পরীক্ষার্থীগণ পরীক্ষার কেন্দ্রে যেতে পারেন।