ডিএমপি নিউজঃ হলিউডের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান গুলোর মধ্যে এমি অ্যাওয়ার্ড। করোনাভাইরাসের কারণে এবার ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হয়েছে অ্যামি অ্যাওয়ার্ড ২০২০ এর আসর। সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হয়েছে ৭২তম এমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
এমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে টেলিভিশনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য। বিভিন্ন ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এমি অ্যাওয়ার্ডের ক্যাটাগরির মধ্যে রয়েছে বিনোদনধর্মী অনুষ্ঠান, সংবাদ ও প্রামাণ্যচিত্র অনুষ্ঠান এবং খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান ইত্যাদি। এছাড়াও বিভিন্ন স্থানভিত্তিক অনুষ্ঠানের জন্য সারা বছর জুড়েই এ পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানগুলোর মধ্যে আছে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, ডেটাইম এমি অ্যাওয়ার্ড প্রভৃতি।
অসাধারণ সিরিজ নাটক হিসেবে সেরার পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। সিরিজ নাটকে সেরা অভিনেত্রী ও অভিনেতা নির্বাচিত হয়েছেন যথাক্রমে জেনদায়া (ইউফোরিয়া) এবং জেরেমি স্ট্রং (সাকসেশন)। সিরিজ নাটকে সেরা পার্শ্ব অভিনেত্রী জুলিয়া গারনার (ওজার্ক) ও সেরা পার্শ্ব অভিনেতা বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো)।
সেরা কমেডি সিরিজ নির্বাচিত হয়েছে ‘শিট’স ক্রিক’। একই নাটকের জন্য কমেডি সিরিজে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইউজিন লেভি ও সেরা অভিনেত্রী ক্যাথরিন ও‘হারা।
এছাড়াও ‘শিটস ক্রিক’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব পেয়েছেন অ্যানি মার্ফি এবং সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন ড্যানিয়েল লেভি।
সেরা লিমিটেড সিরিজ নির্বাচিত হয়েছে ‘ওয়াচম্যান’। সেরা লিমিটেড সিরিজ অথবা মুভি বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রেজিনা কিং (ওয়াচম্যান) এবং সেরা অভিনেতা মার্ক রাফালো (আই নো দিস মাচ ইজ ট্রু)।