ডিএমপি নিউজঃ ডিরেক্টর জেনারেল অব স্যাম্বো ইউনিয়ন অব এশিয়া অ্যান্ড ওশেনিয়া ও হেড অব লিগ্যাল মি. সুরেশ গোপী-এর নেতৃত্বে ‘বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশীপ-২০২৩’ এর একটি প্রতিনিধি দল আজ শনিবার বিকাল ৪:০০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় ডিএমপি’র কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশন এর সভাপতি আর এম ফয়জুর রহমান পিপিএমসহ বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ছয়টি দেশের ফেডারেশনের কর্মকর্তাগণ ও খেলোয়াড়বৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাদুঘরে কর্মরত নারী সার্জেন্ট শামীমা আক্তার শুচি ও সার্জেন্ট দীনার আলী মুন্সী বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরিয়ে দেখান এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা তুলে ধরেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরাই সর্বপ্রথম অস্ত্র তুলে নেয় এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। প্রতিনিধি দল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন ও বাংলাদেশ পুলিশের ধারাবাহিক বিবর্তনের সচিত্র বর্ণনা অবলোকন করেন। তারা জাদুঘরের তথ্যচিত্র এবং সংরক্ষিত প্রামাণ্য দলিলসমূহ ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকাকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিনিধি দল বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে গত ২ নভেম্বর ২০২৩ শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম ‘বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশীপ-২০২৩’ এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাম্বো ও কোরাশ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ বাংলাদেশ ১৪ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ সর্বমোট ৪৮ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে ভারত ১৪ স্বর্ণ, ১৩ টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ সর্বমোট ৪৩ টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। অংশগ্রহণকারী শ্রীলংকা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ, নেপাল ২টি স্বর্ণ, ও ২টি ব্রোঞ্জ এবং মালদ্বীপ ১টি রৌপ্য অর্জন করে।
উক্ত চ্যাম্পিয়নশিপে সর্বমোট ৫৬টি ওজন ক্যাটাগরিতে ছয়টি দেশের সর্বমোট ১৭২ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।