সম্প্রতি ব্রিটেনের সংস্থা ‘ইস্টার্ন আই’একটি সমীক্ষা চালিয়েছে। বিষয় ছিল এশিয়ার সেরা আবেদনময়ী নারী। সেই সমীক্ষার ফল প্রকাশ হয়েছে । আর তাতেই চলতি বছর প্রথম স্থানে রয়েছেন দীপিকা। অর্থাৎ এ বছর এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী দীপিকা পাড়ুকোন।
দিন কয়েক আগে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিত্তশালী ভারতীয় অভিনেতাদের তালিকায় স্থান পেয়েছেন দীপিকা। এ বার তার নামের সঙ্গে জুড়ে গেল আরও এক সম্মান।
এই সমীক্ষায় দীপিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তৃতীয় নিয়া শর্মা। এ ছাড়াও মাহিরা খান, আলিয়া ভাট্ট, সোনম কপূর, হিনা খান, ক্যাটরিনা কইফের মতো তারকারা রয়েছেন প্রথম দশ জনের মধ্যে।