জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার।
এশিয়া একাদশ সাজানো হবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে। বিশ্ব একাদশ দলে দেখা যাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের।
ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো বড় তারকারা খেলবেন বলেই আশা করা হচ্ছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে মুজিববর্ষের এই টি-টোয়েন্টি সিরিজটিতে অংশ নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
আর বাংলাদেশ থেকে এশিয়া একাদশের হয়ে প্রতিনিধিত্ব করবেন চারজন ক্রিকেটার। তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। একাদশে বাংলাদেশের বোলার থাকবেন একজন, তবে তিনি কে হবেন সেটি এখনও নিশ্চিত হয়নি।