এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের পঞ্চম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দল। আগামীকাল সমগ্র বিশ্ব ক্রিকেট প্রেমীরা উপভোগ করতে যাচ্ছে ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট লড়াই ।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হতে যাচ্ছে।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১২৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের জয় ৫২টি। পাকিস্তানের ৭৩ টিতে জয়। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি ও শাহিন আফ্রিদি।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর ও খলিল আহমেদ।