ডিএমপি নিউজঃ এশিয়া কাপের ফাইনালে কারা খেলবে তা আগেই নিশ্চিত হয়ে গেছে। তাই এই ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপের আগে দুই দলেরই সুযোগ ছিল তাদের নতুন খেলোয়ারদের সুযোগ দিয়ে দেখা। আর এই মিশনে সফলতা পেল বাংলাদেশ। ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের সান্ত্বনার জয় পেল বাংলাদেশ।
গতকাল কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ব্যাটে করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত।