এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পান্ডিয়ার অলরাউন্ডার নৈপুন্যে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভুবেনশ্বর কুমার নেন ৪ উইকেট ও হার্ডিক পান্ডিয়া নেন ৩ উইকেট।
জবাবে ব্যাটে করতে নেমে দুই বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত। ১৭ বলে অপরাজিত ৩৩ রানের এক বিধ্বংসী খেলেন পান্ডিয়া।