এবারের এশিয়া কাপে শ্রীলংকার শুরুটা হয়েছিল একদম বাজেভাবে। প্রথম ম্যাচে আফগানিস্তানে কাছে এমন বাজেভাবে হারের পর শ্রীলংকা যে এশিয়া কাপ জিতবে সেই কথা কি কেউ ভেবেছিল? তবে এরপর যেন সেই রুপকথার গল্পই লেখলো শ্রীলংকা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে শ্রীলংকা।
গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে শ্রীলংকা। রাজাপাকসে ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাটে করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মত এশিয়া কাপে জিতলো শ্রীলংকা।