ডিএমপি নিউজ: এসবি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মামুন ইমরান খান হত্যার ঘটনায় এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা পূর্ব বিভাগ। গ্রেফতারকৃতের নাম-রহমত উল্লাহ (৩৫)।
১০ জুলাই’১৮ মঙ্গলবার রাত ১০.০০টায় উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
আজ ১১ জুলাই’১৮ বুধবার আসামীকে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানায়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত আসামীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই’১৮ সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের এসবি’তে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মামুন ইমরান খান সবুজবাগের বাসা হতে বের হন। রাতে বাসায় না ফিরলে এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরের দিন ৯ জুলাই’১৮ সবুজবাগ থানায় নিহত মামুনের বড় ভাই একটি সাধারন ডায়েরী করেন। পরবর্তী সময়ে ১০ জুলাই’১৮ তারিখ বনানী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
১০ জুলাই’১৮ তারিখ গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকা হতে মোঃ মামুন ইমরান খানের পোড়া মৃতদেহ পুলিশ উদ্ধার করে। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ এজাহারনামীয় আসামী রহমত উল্লাহকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে লাশ পুড়িয়ে গাজীপুর কালীগঞ্জ থানা এলাকায় ফেলে রাখার কথা জানালে গোয়েন্দা পুলিশ কালীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করে। মামলার বাদী মোঃ জাহাঙ্গীর আলম লাশ সনাক্ত করলে আলোচ্য হত্যা মামলা রুজু হয়।