আবারও হোচট খেল জিদানের শিষ্যরা। অপেক্ষাকৃত ‘দুর্বল’ এস্পানিওলের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে ধরাশয়ী হয় রোনালদোরা। নিয়মিত একাদশের লুকা মদ্রিচ, টনি ক্রুস, মার্সেলো ও ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না দলে। সেই সঙ্গে আক্রমণভাগের আরেক সদস্য করিম বেনজেমাকে বেঞ্চে রেখে একাদশ সাজান জিনেদিন জিদান।
ম্যাচের একেবারে শেষ দিকে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এস্পানিওলের পক্ষে জয়সূচক গোলটি করেন মোরেনো। ডান দিক থেকে স্বদেশি সের্হিও গার্সিয়ার ক্রস ডি-বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড।