চীনা বিমান সংস্থা এয়ার চায়না উত্তর কোরিয়ার সাথে বিমান চলাচল স্থগিত করেছে।
চীন বলেছে, এ সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নয়, ব্যবসায়িক কারণে নেয়া হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে আরো কিছু করার আহ্বান জানানোর পর পরই এয়ার চায়নার ঘোষণাটি এলো।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং আজ বলেছেন, ‘এয়ার চায়না তাদের ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী বিমান চালনা করে থাকে।এয়ার চায়নার এক কর্মী বার্তা সংস্থাকে বলেন, বুধবার থেকে উত্তর কোরিয়ার সাথে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসেও এয়ার চায়না উত্তর কোরিয়ায় বিমান চলাচল স্থগিত করেছিল। তবে কয়েকদিন পর পুনরায় তা চালু করে।