বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ২০১৮ সালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ৯৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে । আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
সংস্থাটির হিসেব অনুযায়ী ২০১৮ সালে কর্কট রোগে আক্রান্তের সংখা ১ কোটি ৮০ লক্ষেরও বেশী বৃদ্ধি পেয়েছে, এবং এই বছরে অর্থাৎ ২০১৮ সালে এই রোগে মৃত্যু হয়েছে ৯৬ লক্ষ মানুষের। বেশিরভাগ ক্যান্সার হচ্ছে পায়ুমুখ, পেট ও ফুসফুসে। আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ঘটছে এশিয়া মহাদেশে।
ডব্লিউএইচও’র মতে আগামী দিনগুলোতে ক্যান্সার আরও বাড়বে। বেশি আক্রান্ত হবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মানুষ। এসব এলাকা ক্যান্সারের চিকিৎসা ও রোগ নির্ণয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বেশি বিপাকে পড়বে মানুষ।
মরণব্যাধির হাত থেকে বাঁচতে জীবন-যাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে এবং ক্যান্সার থেকে দূরে থাকতে চাইলে গ্রহণ করা যাবে না অ্যালকোহল, করা যাবে না ধুমপান। একই সঙ্গে নিয়মিত শরীরচর্চার মাধ্যমেও বাঁচা যাবে ক্যান্সারের হাত থেকে।