ডিএমপি নিউজ: বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম উঠে আসে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এখন অবধি এই দুজনকে নিয়ে বেশি চর্চা ছিলো গোটা ভারতজুড়ে সহ অন্যান্য দেশেও। তাদের নিয়ে কি পরিমাণ চর্চা ছিলো তার প্রমাণ মিললো ‘ইয়াহু’র তালিকায়।
জনপ্রিয় এই ‘ইয়াহু’ সার্চ অপশন জানায়, ২০২০ সালে গুগলে কাদের খোঁজা হয়েছে সবচেয়ে বেশি। এ বছর পুরুষ তারকাদের ভেতর যার নাম ইয়াহুতে সবচেয়ে বেশিবার লেখা হয়েছে, তিনি সুশান্ত সিং রাজপুত। আর নারী তারকাদের ভেতর উঠে এসেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম।
সুশান্তের পর দেশটির রাজনৈতিক নেতা ও অন্যান্য অভিনেতাদের নাম রয়েছে। তাদের মধ্যে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, ইরফান খান, ঋষি কপূর, সোনু সুদ, অনুরাগ কাশ্যপ ও অল্লু অর্জুন অন্যতম।
অন্যদিকে রিয়ার পরে যে যে নারীর নাম রয়েছে, তারা হলেন—কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোন, সানি লিওনি, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, নেহা কাক্কর, কণিকা কপুর, কারিনা কপূর খান ও সারা আলি খান।