বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদি আরবে যাবেন। গত শুক্রবার পর্যন্ত হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৩৩ হাজার ৩৪৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। আজ শনিবার ১০টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এ পর্যন্ত ১০২টি হজফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১৬ হাজার ৭৬৭ জন ও সৌদি এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ১৬ হাজার ৫৭৬ জন হজযাত্রী গেছেন বলে বিমান সূত্র জানায়।
হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৫২ জনের ভিসা পাওয়া গেছে। এরমধ্যে সরকারি ভিসা ৬ হাজার ৪২৭টি ও বেসরকারি ভিসা ৬১ হাজার ২৫টি। আর ভিসার জন্য মোট ডিও ইস্যু করা হয়েছে ৭১ হাজার। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের বহনের জন্য আগেই ঠিক করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। এরমধ্যে বিমান বাংলাদেশ ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ জন যাত্রী পরিবহন করবে। হজের শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে ১৫ আগস্ট। আর হজ পালন শেষে ২৭ আগস্ট প্রথম ফিরতি ফ্লাইট জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম সাংবাদিককে বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা সমস্যা ছাড়াই ৯২টি হজফ্লাইট বাংলাদেশ ছেড়ে গেছে। হজযাত্রীরা সৌদি আরবে নিরাপদে আছেন। আমরা আশা করছি বাকি ফ্লাইটগুলো যথারীতি বাংলাদেশ ছেড়ে যাবে। বাংলাদেশ হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, গত বছরের চেয়ে এ বছর অত্যন্ত সুশৃঙ্খলভাবে হজযাত্রীরা বাংলাদেশ ছেড়েছেন। গতকাল পর্যন্ত কোনো হজযাত্রীকে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। সামনের দিনগুলোতেও যেন কোনো সমস্যা ঘটে এই প্রত্যাশা করি।