বাংলাদেশ ওপেন র্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাব পুরুষ (একক) এবং পুরুষ (দ্বৈত) উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের সোয়াদ পুরুষ (একক)-এ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি মুন্নু মেডিকেল কলেজের ছোটনকে ২-১ সেটে পরাজিত করেন।
পুরুষ (দ্বৈত) বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশের নাঈম এবং মিজান। তারা এআইসিএল, দিনাজপুরের গৌরব এবং তানভীরকে ২-১ সেটে পরাজিত করেন।
টুর্নামেন্টে ৬৪টি জেলা, সাতটি বিভাগ এবং সেনাবাহিনী মুন্নু মেডিকেল কলেজ এবং এআইসিএল, দিনাজপুরের প্রায় ৩৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন ।
প্রতিযোগিতা গতকাল শুক্রবার রাজধানীর শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক ও পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যডিশনাল ডিআইজি মিয়া মাসুদ করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করেন।