সাত মাস পরেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ৷ সামনের প্রতিটি ওয়ান ডে’ই তাই প্রাক পরীক্ষার প্রস্তুতি৷ এর মধ্যেই দলের ভুল-ক্রুটি, সঠিক কম্বিনেশন আর রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়িয়ে নিতে হবে কোহলিরদের৷ সেকারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ তিন ওয়ান ডে’র দল ঘোষণায় একাধিক পরিবর্তন নির্বাচকদের৷
বিশ্রামের পর কোহলির দলে ফিরলেন ভুবি-বুমরাহ৷ উমেশ ও খালিলের সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ তিন ওয়ান ডে ম্যাচে বোলিংয়ের দায়িত্বে থাকবেন এই দুই প্রধান৷ রোটেশন পদ্ধতিতে দল থেকে বাদ পড়েছেন শামি৷
ঘরের মাঠে শেষ দুই ওয়ান ডে’তে শামির পারফর্ম্যান্স নজর কাড়তে পারেনি৷ গুয়াহাটিতে প্রথম ম্যাচে ৮১ রান খরচ করেন শামি৷ তবে ভাইজাগে ডেফ ওভারে শামির ইর্য়কার ছিল অনবদ্য৷ দুই ম্যাচ মিলিয়ে ১৪০ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন শামি৷
অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে দলে ছিলেন না কেদার যাদব৷ চোট সারিয়ে কেদার ফুল ফিট থাকলেও নির্বাচকরা তাঁকে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য বাছাইয়ের তালিকায় রাখেননি৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ তিন ম্যাচ যথাক্রমে-পুনে(২৭ অক্টোবর), মুম্বই(২৯ অক্টোবর), ত্রিরুঅনন্তপুরম(১ নভেম্বর)
একনজরে শেষ তিন ওয়ান ডে’র জন্য ভারতীয় দল–
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রায়ডু,ঋষভ পন্ত, ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, মনীশ পাণ্ডে৷