১৯৭১ সালের ৫ জানুয়ারির পর ক্রিকেট বিশ্বে আরও তিন হাজার ৯০২টি ওয়ানডে ম্যাচ হয়েছে। গর্ডন গ্রিনিজ-ডেসমন্স হেইন্স, ডেভিড বুন-রডনি মার্শ, শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী, শচীন-শেবাগ, অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন অসংখ্য নামকরা উদ্বোধনী জুটি দেখেছে ক্রিকেট বিশ্ব।
তবে ওয়ানডেতে কখনই টানা দুটি ম্যাচে ২০০ বা তার চেয়ে বেশি রানের জুটি দেখা যায়নি। ওয়ানডে ক্রিকেটের ৪৬ বছরে এই প্রথম এমন একটি রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান ওপেনার নিরোশান দিকভেল্লা ও দানুশকা গুনাথিলাকা। হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে এমন বিরল রেকর্ড গড়লেন তাঁরা।
হাম্বানটোটায় সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিকভেল্লা ও গুনাথিলাকা উদ্বোধনী জুটিতে ২০৯ রান যোগ করেন। এর আগে তৃতীয় ওয়ানডেতে ২২৯ রান যোগ করেছিলেন তাঁরা।