ইংল্যান্ডের ওয়ানডে দল থেকে শেষ বেলায় ছিটকে পড়লেন অলরাউন্ডার বেন স্টোকস। তার পরিবর্তে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে থাকছেন ডেভিড মালান।
গত সেপ্টেম্বরে স্থানীয় এক নাইটক্লাবের বাইরে যুবককে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগে স্টোকসকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। তাই অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েন তিনি। যদিও ইসিবি ঘোষিত ওয়ানডে দলে ছিলেন স্টোকস। কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয়ার আগে ইসিবি জানিয়েছে স্টোকস এই সফরে সঙ্গী হচ্ছেন না।
ইসিবি জানিয়েছে, ওই ঘটনার তদন্ত শেষ না হওয়ায় আপাতত স্টোকস দলে নেই। তার পরিবর্তে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ডেভিড মালান। এখনো মালান আন্তর্জাতিক ওডিআইতে খেলেননি। গত বছর জুলাইতে টেস্ট ও ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মালানের।
চলতি অ্যাশেজ সিরিজে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ড। যদিও মেলবোর্নে চতুর্থ টেস্টটি ড্র হয়েছে। সিডনিতে ৪ জানুয়ারি শুরু হবে সিরিজের টেস্ট। এরপর ১৪ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ।