ডিএমপি নিউজঃ পুলিশের ব্যবহৃত পোষাক ও ওয়ারলেসসেট ৩ জন ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগ। গ্রেফতারকৃতরা হল- শাহাদাত, রাসেল ও মোহন। এ সময় ডিবি পুলিশ তাদের হেফাজত হতে একটি ওয়ারলেসসেট ও ডিএমপি পুলিশের ব্যবহৃত একসেট পোষাক উদ্ধার করে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুন, ২০১৭ রোববার বেলা ১৬.৪৫ টায় রমনা মডেল থানার ১৬/এফ/১ পূর্ব নয়াটোলা বাসার নীচ তলার পূর্ব পাশের রুম হতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হয়েছে।