ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী থানা এলাকায় অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আজাদ ওরফে ইকবাল।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, ওয়ারী থানার টিকাটুলি এলাকায় ভিকটিমের মাতা সামলা বেগমের একটি কাপড়ের দোকান রয়েছে। গত ০১ মে, ২০২৩ দুপুর ১:০০টায় তার ফুফাতো দেবর মোঃ আজাদ ওরফে ইকবাল তার কাপড়ের দোকানে আসে। তার স্বামীর কথা জিজ্ঞাসা করে এবং তার সাথে বাসায় যায়। পরবর্তীতে দুপুরের খাবার শেষে তিনি পুনরায় দোকানে আসে। দুপুর ৩ টায় তার ফুফাতো দেবর ওয়ারী থানার অভয় দাস লেনের বাসা থেকে তার ছেলে সাফওয়ানকে অপরহন করে নিয়ে যায় এবং ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা টাকা না পেলে তার ছেলের ক্ষতি সাধনের হুমকি দেয়। পরবর্তীতে ৫ হাজার টাকা বিকাশ করেন তিনি। টাকা পেয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। উক্ত ঘটনায় ২ মে, ২০২৩ তারিখে ভিকটিমের মাতার অভিযোগের প্রেক্ষিতে ওয়ারী থানায় একটি মামলা রুজু হয়।
মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পূর্বগোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ মোঃ আজাদ ওরফে ইকবালকে গ্রেফতার করে ওয়ারী থানা পুলিশ।