ডিএমপি নিউজঃ ওয়ারীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের সহযোগী ছোট রাকিব (২২) নিহত হয়।
গ্রেফতারকৃত দু’জনের নাম-মোঃ জাকির হোসেন (২০) ও মোঃ শাহেদ হোসেন সিমান্ত ওরফে ধলা (১৮)।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, ০৬ এপ্রিল’১৮ রাত ০৩.০০ টার দিকে ওয়ারী থানা পুলিশের একটি দল টহল ডিউটি করার সময় সংবাদ পায় যে, টয়েনবী সার্কুলার রোডে একদল ডাকাত অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। তখন পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে তাদের সহযোগী ডাকাত ছোট রাকিব গুলিবদ্ধ হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টহল পুলিশ দলের একজন এএসআই ও একজন কনস্টবল আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
নিহত ছোট রাকিব এর বিরুদ্ধে ওয়ারী থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে ওয়ারী থানায় দুইটি মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।