ডিএমপি নিউজ : ব্যক্তিগত মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করায় সানজিদ ও সাকিব নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে ওয়ারী ট্রাফিক পুলিশ ও ওয়ারী থানা পুলিশের একটি টিম। এ সময় তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি।
তিনি বলেন, গতকাল বুধবার রাতে ট্রাফিক পুলিশ ও ওয়ারী থানা পুলিশ চেক পোস্টে ডিউটি করার সময় রাজধানী মার্কেটের সামনে দিয়ে দুইজন যুবক মোটরসাইকেলেযোগে উল্টাে পথে যাচ্ছিল। তখন পুলিশ সদস্যরা সিগনাল দিয়ে থামিয়ে তাদের নিকট গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন, ডিউটিরত সার্জেন্ট ও থানা পুলিশ দেখতে পায় মোটরসাইকেলটির সামনে-পিছনে পুলিশের স্টিকার লাগানো। এই স্টিকার লাগানোর কারণ তারা জানতে চাইলে তারা গাড়িটি পুলিশের গাড়ি বলে জানায়। পুলিশ ঘটনাস্থলেই যাচাই করে জানতে পারেন গাড়িটি পুলিশের নয়। ব্যক্তিগত কাজে অবৈধভাবে পুলিশ স্টিকার ব্যবহার করে তারা। তখন থানা পুলিশ সানজিদ ও সাকিবকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি বলেন, গ্রেফতারকৃতরা প্রতারণার উদ্দেশ্যে অবৈধ ভাবে তাদের ব্যক্তিগত মটরসাইকেলে পুলিশের স্টিকার ব্যবহার করেছে। ওয়ারী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা রুজু হয়েছে।