ডিএমপি নিউজ: হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম, মামুনুর রশিদ ওরফে মামুন (৩০), মনির প্যাদা (৪৬), মনির হোসেন (৩৮) ও মোঃ জহির মিয়া (৪৫)।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ১৯৮৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে।