ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রহমত উল্লাহ বাবু ও মোঃ তুষার আহম্মেদ সজল।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (৬ জুন ২০২৩ খ্রি.) থানার এসআই মোঃ সাব্বির সেখ ডিউটিকালীন তথ্য পান কাপ্তান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১৩:১০টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ রহমত ও তুষারকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।