ডিএমপি নিউজঃ রাজধানীর ওয়ারীতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নাম, ফাহিম, মোহাম্মদ হোসেন ও রিয়াদ। ছিনতাইকরার সময় ওয়ারী থানা পুলিশের হাতে তারা গ্রেফতার হয়।
সোমবার (১৮ ডিসেম্বর), সন্ধ্যা তখন সোয়া সাতটা। ওয়ারী থানার শহীদ নজরুল ইসলাম সড়কের হাটখোলা রোড দিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন ভিকটিম মোঃ রুবেল। কোন কিছু বুঝে উঠার আগেই হঠাৎ তার গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। তাকে ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এমন সময় সে জোরে চিৎকার দেয়। সে সময় ঐ এলাকার আশেপাশে টহলরত অবস্থায় ছিল ওয়ারী থানার একটি টহল পুলিশের দল। তারা ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়াও, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে।