ডিএমপি নিউজ : রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ৬০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মুহাম্মদ ইসহাক। শুক্রবার (৭ এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ১২:১৫টায় কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক কারবারি ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকার এরশাদ মার্কেট ভবন-২ এর সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পায় থানা পুলিশের একটি টিম। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০০০ পিস ইয়াবাসহ মুহাম্মদ ইসহাককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসহাকের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে।