ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ কাউছার আহম্মেদ।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, রবিবার (৪ জুন ২০২৩ খ্রি.) থানার এসআই মোঃ জহির হোসেন ডিউটিকালীন তথ্য পান কাপ্তান বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিকাল ৪:০৫টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ কাউছারকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।