ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ কামাল।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, বুধবার (৩ মে ২০২৩ খ্রি.) থানার এসআই মোঃ মনিবুর রহমান সুজন ডিউটিকালীন তথ্য পান কাপ্তান বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বেলা ১২:৩০টায় ভিস্তার লাইটিং (বিডি) ইলেকট্রনিক্স দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ কামালকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।