ডিএমপি নিউজ : রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ওয়ারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ দিপু। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ৮:৩০টায় কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দিপু রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো।
এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে।