ডিএমপি নিউজঃ রাজধানীর ওয়ারী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা মোঃ মামুন হোসেন, মোঃ আরাফাত দর্জি ও মোঃ জাহাঙ্গীর।
গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি ওয়ারীর জয়কালী মন্দির রোড এলাকায় মাদক নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যাওয়া হয়। এক পর্যায়ে রাত ০৮:৩০ টায় ২০ কেজি গাঁজাসহ মামুন, আরাফত ও জাহাঙ্গীর নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।