ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১১৯ রানের জয় পেয়েছে সফরকারী ভারত। এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত।
গতকাল পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। ২৪তম ওভারের বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। ফলে ৪০ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। কিন্তু ৩৬ ওভারের পর বৃষ্টির কারনে আবারও বন্ধ হলে ভারতের ইনিংস এখানেই শেষ করেন ম্যাচ আম্পায়াররা। ৯৮ বলে ৯৮ রানের অনবদ্য ইংনিস খেলেন গিল।
বৃষ্টি আইনে ৩৫ ওভারে ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।