ঘরের মাঠে বিশ্বের একনম্বর টেস্ট দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ, এমনটা আশা করেননি ক্যারিবিয়ান ক্রিকেট সমর্থকও। প্রত্যাশামতই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে বিরাট অ্যান্ড কোম্পানি। সৌজন্যে অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানরা। তবে রাজকোট টেস্টের প্রথম দিনের সেরা বিজ্ঞাপন হয়ে রইলেন পৃথ্বী শ। ভারতের হয়ে টেস্টে অভিষেককারী আরও এক ব্যাটসম্যানের শতরানের সাক্ষী থাকল সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ১৫ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শতরান করলেন বছর ঊনিশের পৃথ্বী।
টপ অর্ডার ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৪। পৃথ্বীর দুরন্ত শতরান ছাড়াও রান পেলেন চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত ৮৬ রানে পূজারা এবং ৪১ রানে রাহানে আউট হলেও দিনের শেষে ৭২ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ১৭ রানে অধিনায়কের সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত।
রাহুল শুন্য রানে প্যাভিলিয়নে ফিরলেও দিনের শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন মুম্বাইকার পৃথ্বী। মধ্যাহ্নভোজের আগেই ৫৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এক উইকেটে ১৩৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত। পৃথ্বী ৭৫ রানে এবং পূজারা ৫৬ রানে অপরাজিত থাকেন।
বিরতি থেকে ফিরে এসে অভিষেককারী ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম বয়সে টেস্ট শতরানের নজির গড়েন ভারতের সদ্য প্রাক্তন অনূর্ধ্ব ১৯ অধিনায়ক। পঞ্চদশ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়ার পথে ৯৯ বল খেলেন পৃথ্বী। পৃথ্বী-পূজারার ২০৬ রানের পার্টনারশিপই চালকের আসনে বসিয়ে দেয় কোহলি ব্রিগেডকে। ব্যক্তিগত ৮৬ রানে সাজঘরে ফেরেন পূজারা। এরপর সবাই যখন ধরে নিয়েছে দেড়শো শুধু সময়ের অপেক্ষা, ঠিক তখনই ছন্দপতন। চা পানের বিরতির ঠিক আগে দেবেন্দ্র বিশুর বলে ব্যক্তিগত ১৩৪ রানে আউট হন পৃথ্বী। চা পানের বিরতিতে ভারতের রান ছিল তিন উইকেটে ২৩২।
চা-পানের বিরতি থেকে ফিরে এসে নতুনভাবে দলের হাল ধরেন অধিনায়ক কোহলি এবং রাহানে। চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করার পর রাহানে ৪১ রানে ফিরলেও থামানো যায়নি কোহলিকে। ১০০ বলে টেস্ট ক্রিকেটে নিজের ২১ তম অর্ধশতরানটি পূরণ করেন বিরাট। দিনের শেষে ৪ উইকেটে ৩৬৪ রানের পাহাড়ে ভারত। পৃথ্বীর পর দ্বিতীয় দিন অধিনায়কের ব্যাট থেকেও শতরানের আশায় ক্রিকেটপ্রেমীরা। ব্যক্তিগত ১৭ রানে ক্রিজে রয়েছেন ঋষভ। এখন দেখার দ্বিতীয় দিন প্রথম ইনিংসে বিপক্ষের উপর কত রানের বোঝা চাপিয়ে দেন কোহলি অ্যান্ড কোং।